টিপিএফ বাংলা ডেস্ক: ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে গুজরাতের আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। ভারত সরকার, গুজরাত রাজ্য সরকার ও ভারতের কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী নভেম্বর মাসে কমনওয়েলথের সাধারণ সভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে। ২০৩০ হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি। সেই উদযাপনের অংশ হিসেবে আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের নাম প্রস্তাব ভারতের ক্রীড়া ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত।